ডিসেম্বর ৩, ২০২১, ১১:০০ এএম
নোয়াখালীর সেনবাগে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নোয়াখালীর সেনবাগ থানায় দুজনকে আসামি করে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীরনারায়ণপুর গ্রামের জহিরের দোকানে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩ ডিসেম্বর) সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী সংবাদামধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন বীজবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীরনারায়ণপুর গ্রামের মজু কারিগর বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী একই এলাকার মৃত আলী সারেংয়ের ছেলে হাবীব উল্যাহ (৪৩)।
মামলার এজাহার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় ডেকোরেটর ব্যবসায়ী জহির ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখাতেন। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ডেকোরেটর দোকানের সামনে পৌঁছালে, জহির মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে দোকানের ভেতর ঢুকিয়ে শাটার বন্ধ করে তার সহযোগী হাবীবের সহযোগিতায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে সেখানে গেলে, জহির ও তার সহযোগী হাবীব কৌশলে দোকান থেকে পালিয়ে যান। পরে ছাত্রীর মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এরপর রাতে এ ঘটনায় ছাত্রীর মা থানায় মামলা করেন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।