সাতক্ষীরায় বিরল পরিযায়ী ‘মিউট সোয়ান’, জবাইয়ের চেষ্টা স্থানীয়দের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৪:২০ পিএম

সাতক্ষীরায় বিরল পরিযায়ী ‘মিউট সোয়ান’, জবাইয়ের চেষ্টা স্থানীয়দের

দেশে প্রথমবারের মত বিরল প্রজাতির পরিযায়ী মিউট সোয়ানের সন্ধান মিলেছে। শনিবার রাতে ঝড়ে আহত অবস্থায় সাতক্ষীরা জেলার মোহনপুর এলাকায় এক বাড়িতে আশ্রয় নেয় পাখিটি। পরবর্তীতে জবাই করার চেষ্টার সময় সাতক্ষীরার তালা উপজেলার সেভ দ্যা ওয়াইল্ডলাইফের সহযোগীতায় পাখিটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
৩০ বছর ধরে অতিথি পাখি রান্না করছে তারু মিয়া

উপমহাদেশেই বিরল এই প্রজাতি

সাধারণত ইউরোপ ও উত্তর আফ্রিকার অঞ্চলগুলোতে মিউট সোয়ান মিললেও দক্ষিণ এশিয়ায় এই পরিযায়ী পাখিটি বিরল। ২০১৩ সালে ভারতের হিমাচল ১১৩ বছর পর মিলেছিল এই পাখিটি। তবে বাংলাদেশে এই প্রজাতির পাখি এবারই প্রথম মিলেছে।

পর্যবেক্ষণে রয়েছে মিউট সোয়ান

সকালে রাজহাস ভেবে জবাই এর উদ্যোগ নেয়ার সময় স্থানীয় সাংবাদিক ইয়ারব হোসেন এর নজরে আসলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কে জানায়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সাথে সাথেই তালা উপজেলার সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এর সভাপতি ইমরান হোসেন রিপন এর সহযোগীতায় পাখিটিকে উদ্ধার করা হয়।

বর্তমানে এই পাখিটি নিবিড় পর্যবেক্ষণে আছে বলে জানায় পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা এখন এটির শারীরিক অবস্থার বিষয়টি ভাবছি। সুস্থ হলে খুলনার রেসকিউ ইউনিটের কাছে স্থানান্তর করা হবে। তখন সেটি নিরাপদ এলাকায় ছেড়ে দেয়া হবে বলে আশা করেন তিনি।

Link copied!