৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত, ৬ জনকে নেওয়া হবে ঢাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ০৬:০৯ পিএম

৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত, ৬ জনকে নেওয়া হবে ঢাকায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন রোগী কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হবে।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে সংবাদ সম্মেলনে ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এসব কথা জানিয়েছেন।

তিনি জানান, বিস্ফোরণে ৬৩ জন রোগীর চোখে নানা সমস্যা হয়েছে। তাঁদের মধ্যে কিছু রোগী রয়েছে, যাঁদের চোখ ছাড়াও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

দেশের বিখ্যাত এ চক্ষু বিশেষজ্ঞ বলেন, এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবেই ম্যানেজ করেছেন। আগেও অনেক জটিল রোগীকে তারা সফলভাবে দেখভাল করেছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে এখানে এসেছি।

দীন মোহাম্মদ নুরুল হক বলেন, যেসব রোগীকে পাঠানো দরকার, সেভাবে পাঠান। আমরা ঢাকাতে তাদের রিসিভ করব। সব খরচ আমরা সরকারিভাবে বহন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লোডিং স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর দেড় ঘণ্টা পর একটি কনটেইনারে থাকা রাসায়নিক বিস্ফোরিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় তিন দিনে ৪৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কয়েক শ।

Link copied!