সরকারের চাপেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে খেলাফত মজলিস জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের চাপেই তারা জোট ছেড়েছে। আমরা মনে করি, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা সরকার করছে, এটা তারই অংশ’।
২০ দলীয় জোট রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়েছে-খেলাফত মজলিসের এমন অভিযোগের জবাবে পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘তারাও তো জোটের অংশ ছিল। তাহলে তারা কেন কাজ করেনি?
তিনি বলেন, জোটে বিএনপি একটি অংশ, তারাও একটি অংশ। এখানে সবারই কাজ করার অধিকার রয়েছে। নিষ্ক্রিয়তার কারণে তারা জোট ছাড়ছে, এটি কোনো কারণ হতে পারে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।