সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৪৬ পিএম
‘১৯৯৬ সালে আমরা প্রথম যখন প্রথম ক্ষমতায় আসি তখন আমরা অনেক উন্নতি করেছিলাম। কিন্তু ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি কারণ আমরা বৈদেশিক শক্তির কাছে গ্যাস বিক্রি করতে চাইনি’- বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, সে সময় আমাদের দেশ থেকে গ্যাস কিনতে চাচ্ছিলো আমেরিকা, ভারত। কিন্তু আমি বলেছিলাম যদি আমরা দেশের মানুষের চাহিদা মেটানোর পর পর্যাপ্ত রিজার্ভ রাখতে সক্ষম হই, কেবল তার পরেই আমরা গ্যাস বিক্রি করবো।
সে সময় বিএনপির প্রধান খালেদা জিয়া বৈদেশিক শক্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলেই তিনি গ্যাস বিক্রি করবেন। তাদের সহায়তায় পরবর্তীতে তিনি ক্ষমতায় আসেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন খাতে আমরা দেশের প্রভূত উন্নতি সাধন করেছি। ১৯৯১ সালে বিএনপির সময় ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজারে যারা বাসস্থান হারিয়ে বস্তিতে বসবাস শুরু করেছিলো, তাদেরকে ফ্ল্যাট নির্মাণ করে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি।
শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, দেশের সব জায়গায় আমরা গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো গুচ্ছগ্রাম নির্মাণ করা এবং মানুষকে কর্মসক্ষম করা। তার স্বপ্ন বিনির্মাণে আমরা কাজ করছি। ক্ষমতায় আসার পর থেকে আমরা কমপক্ষে ১০ লাখ মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছি।
আশ্রয়ণ প্রকল্পের অধীনে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে তা অনেকে হাতুরি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। তা আমি আগেও সংসদে বলেছি। এগুলো কারা করেছে। তবে আমার এই কথায় দুর্নীতি দমন কমিশন যেন তদন্ত বন্ধ না করে, তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার বিষয়ে সম্পূর্ণ তদন্ত করে তা জমা দিতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দারিদ্রের হার ছিলো ৪০ ভাগ, যা অল্প সময়ে আমরা ২০ ভাগে নামিয়ে এনেছি। করোনার কারনে কিছু মানুষ হয়তো সাময়িকভাবে কাজ হারিয়েছে, বা পাচ্ছে না তবে একদম না খেয়ে কাউকে থাকতে হয়নি। এই সময়ে রেমিট্যান্স ২৪ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিএনপি সরকারের সময় রিজার্ভ ছিলো ৩.৫ বিলিয়ন ডলার, আমাদের সরকারের সময় তা উন্নীত হয়েছে ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলারে।
এছাড়াও বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য আরও বিভিন্ন খাতে আওয়ামী লীগ সরকারের সময় করা উন্নয়নের কথা উল্লেখ করেন।