ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৯:০৯ এএম
খৎনা করাতে গিয়ে শিশুর আয়হামের (১০) মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে, “আহনাফ তাহমিন আয়হান নামের শিশুর সুন্নতে খৎনা অপারেশনের সময়ে মৃত্যু সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ও জে এস হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখান জন্য নির্দেশ দেওয়া হলো।”
এদিকে আয়হামের মৃত্যুর ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছে বাবা ফখরুল আলম। মামলায় কর্তব্য অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় এর মধ্যে হাসপাতালটির চিকিৎসক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুব নামে দুজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শিশু আয়হান রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: খৎনা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আয়হাম
এর আগে, গতকাল রাতে সুন্নতে খাৎনা করাতে বাবার সাথে হাসপাতালে যায় শিশু আয়হান। অপারেশনের এক পর্যায়ে তাঁর জ্ঞান ফিরে না আসলে কয়েক ঘন্টাপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় প্রাণ যায় আয়হানের। শিশু আয়হানের স্বজনেরা জানায়, লোকাল অ্যানেস্থেসিয়া না দিয়ে মাত্রাতিরিক্ত জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়াতেই শিশুটির মারা গেছে।