আমার ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন: ড. ইউনূস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৪, ১০:১৭ এএম

আমার ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন: ড. ইউনূস

ছবি: রয়টার্স

দেশবাসীকে নিজের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনও হামলা হবে না।”

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর এক ব্রিফিংয়ে এই অনুরোধ করেন তিনি।

ড. ইউনূস বলেন, “দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুন সরকার মানুষের মনে আস্থা ফিরিয়ে আনবে।”

বিমানবন্দরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে আমার কথা যদি শোনা না হয় তবে আমাকে আপনারা বিদায় জানাবেন।”

তিনি আরও বলেন, “আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, “যারা একে সম্ভব করেছে- তরুণ সমাজ- তাদের প্রতি আমি আমার সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে। তারা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে পুনর্জন্ম দিয়েছে এবং এ পুনর্জন্মে যে বাংলাদেশকে পেলাম সেই বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই।”

কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আর কোনো যুবক-যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে। তারা বলেছে, যত গুলি মারো মারতে পারো, আমরা আছি। যার কারণে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।”

এ সময় এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে বলে প্রত্যয় জানান ড. ইউনূস।

Link copied!