ডিসেম্বর ১০, ২০২৩, ০৮:১০ পিএম
মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার, তাদের নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের ‘সোল এজেন্ট’- এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির আন্দোলনে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। কারণ গতানুগতিক কর্মসূচি অবরোধ-হরতাল তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি বলেও দাবি করেন তিনি।
এদিন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর দিনক্ষণও জানিয়ে বলেন, সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর ২০ ডিসেম্বর জনসভার মধ্য দিয়ে শুরু হবে আওয়ামী লীগের প্রচারণা।
তিনি আরও বলেন, বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। জিয়াউর রহমানের পর বেগম খালেদাও গুম-খুনের রাজনীতি করেছেন। তাদের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা নিয়ে তাদের লজ্জা নেই।
মানবাধিকার লঙ্ঘন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানবাধিকারের বিষয় এলে ফিলিস্তিনের কথা বলতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরাইলের পক্ষে একমাত্র সমর্থন দিলো যুক্তরাষ্ট্র। এ থেকে আবারও প্রমাণ হলো ইসরাইল নামক দুষ্ট ছেলে যুক্তরাষ্ট্রের সন্তান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৩ দেশের নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশের নাম নেই। এ দেশে স্বাধীনতার পর এ নৃশংসতা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ১৫ আগস্ট। বিশ্ব ইতিহাসে এটি বিরল এ হত্যার বিচার পর্যন্ত মেলেনি।