সদরঘাটে ৫ যাত্রী নিহতের ঘটনায় তদন্ত করছে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৪, ০১:২০ পিএম

সদরঘাটে ৫ যাত্রী নিহতের ঘটনায় তদন্ত করছে বিআইডব্লিউটিএ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা ৫ যাত্রী নিহতের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক এবং নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম-পরিচালক মো. আজগর আলী ও বন্দর শাখার যুগ্ম-পরিচালক মো. কবীর হোসেন কমিটির সদস্য।

আগামী সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেবে কমিটি। এরই মধ্যে এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪ নামে দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এমভি ফারহানের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালককে আটক করা হয়েছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ফাইল ছবি

নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর শোক: সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ যাত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর দুইটা ৫৮ মিনিটে সদরঘাটে যাত্রী নিহতের ঘটনায় এই শোক প্রকাশ করেন তিনি। এক শোকবার্তায় নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। প্রতিমন্ত্রী  জানান, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Link copied!