টানেল হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়ায়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২১, ০৯:১৪ পিএম

টানেল হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়ায়

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু না করে টানেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। শুক্রবার (০১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। 

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নদীর নাব্যতা ধরে রাখতেই সরকার সেতুর পরিবর্তে টানেলের পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, ‘কেবল রাস্তা নির্মাণ করলেই হবে না, রাস্তা মজবুতও করতে হবে। পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি’।

ওবায়দুল কাদের বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১, ২০৪১ ও ২১০০ আছে। যখন যা করার প্রয়োজন, তখন তিনি তাই করবেন। সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় আছেন’।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত নির্বাচনে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করেছিলো তা এখন ডিপ ফ্রিজে। বিএনপির ভিশন কখনো আলোর মুখ দেখবে না। বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

Link copied!