রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাতে হুদা কমিশন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:২৬ এএম

রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাতে হুদা কমিশন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে রবিবার বিদায়ী সাক্ষাৎ করতে প্রবেশ করেছে কেএম নূরুল হুদা’র নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তারা প্রবেশ করেন। তবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ) বিদায়ী সাক্ষাতে আসেননি।

রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রপতির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন হুদা কমিশন। সন্ধ্যা সাড়ে ছয়টায় একযোগে প্রবেশ করেছে। বৈঠক শেষে রাত ৭ টা ৫০ মিনিটে তারা বেরিয়ে যায়। আগামীকাল সকাল দশটায় নির্বাচন কমিশন অফিসে ব্রিফিং আছে বলে জানা গেছে। আর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী করোনা পজিটিভ বলে আসে নাই রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাতে।

নতুন কমিশন গঠন প্রক্রিয়াধীন

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি গঠিত নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। নতুন নির্বাচন কমিশন নিয়োগের উদ্দেশ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ৫ নির্বাচন কমিশনার নিয়োগের উদ্দেশ্যে আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি কাজ শুরু করেছেন। 

পরবর্তী ১২তম জাতীয় নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও নাম প্রস্তাবের জন্যে চিঠি পাঠানো হয়েছে। সার্চ কমিটির নির্ধারিত প্রতিনিধি সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে নিয়োজিত মন্ত্রী পরিষদ সচীব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১০ টি নাম প্রস্তাবের কথা জানিয়েছেন।

Link copied!