স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২২, ০৪:৫৫ পিএম

স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়। পাশপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্তও করেন সরকারপ্রধান। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

স্মারক ডাক টিকিট অবমুক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ শুরুর পর মধ্যরাতে গ্রেপ্তারের আগে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

চট্টগ্রামের ফৌজদারহাট সলিমপুর ওয়্যারলেস স্টেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন থেকে মগবাজার ইপিআরের (পরে বিডিআর, বর্তমানে বিজিবি) ট্রান্সমিটারের মাধ্যমে পাঠানো সেই বার্তা, যাতে উল্লেখ ছিল স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা, প্রথম গ্রহণ করে চট্টগ্রামের ফৌজদারহাট সলিমপুর ওয়্যারলেস স্টেশন। পরে এই স্টেশনের মাধ্যমে ওই বার্তা বহির্নোঙ্গরে থাকা জাহাজের ওয়্যারলেসের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বময়।

Link copied!