ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ০২:০২ পিএম

ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট ভর্তি প্রোগ্রামের ২০২৩-২৪ সেশনের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃ‘হস্পতিবার আমাদের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ফলাফল প্রকাশ করবেন।’

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের, ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ও ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) অনুষ্ঠিত হয়।

এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
 

Link copied!