মার্চ ১২, ২০২৪, ০৬:৫৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির ২০২৪-২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে টিএসসিস্থ টিচার্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান এবং ড. রায়হান সরকার। সংবাদ সম্মেলনে তিনি কুইজ সোসাইটির চলতি বছরের সভাপতি হিসেবে ইনজামামুল হক খান আলভী এবং মোহতাসিন বিল্লাহ ইমনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন তিনি।
নবনিযুক্ত কমিটির উদ্দেশ্যে সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান শুভেচ্ছা ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যত কার্যাবলি সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সকল কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিএসসির ঊপ-পরিচালক জনাব নজির আহমেদ সিমাব এবং সহকারী পরিচালক রফিকুল ইসলাম সুজন। তারা তাদের বক্তব্যে কুইজ সোসাইটির নবনিযুক্ত কমিটিকে শুভেচ্ছা জানান এবং কুইজ সোসাইটির সকল কর্মকানণ্ডে টিএসসি কর্তৃপক্ষের সর্বাত্মক সহোযোগিতার কথা ব্যক্ত করেন।
নবনিযুক্ত কমিটির হাতে ক্রেস্ট তুলে দিয়ে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির সভাপতি রিমন আল মাহদী এবং সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।
প্রসঙ্গত ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জন্য অন্যতম বৃহৎ সংগঠন। সংগঠনটি ২০১৫ সালের ৫ মে যাত্রা শুরু করে। নিয়মিত কার্যক্রম হিসেবে সাপ্তাহিক সেশন, ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ডিইউকিউএস। জ্ঞান নির্ভর একটি জাতি গঠনে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির এই পথ চলা নিরন্তর।
ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির নতুন সভাপতি ইনজামামুল হক খান আলভী বলেন, ‘জ্ঞান তৃষ্ণাই প্রজ্ঞার ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির যে পথযাত্রা শুরু হয়েছিলো সেই যাত্রা অব্যাহত রাখতে চাই উত্তরোত্তর প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের মাধ্যমে। অধীনস্থ হল কুইজ ক্লাব ও অনুষদ ইন্সটিটিউটগুলোতে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই।