মার্চ ১, ২০২৪, ১০:৪৭ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে হয়েছে। নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার( ১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল পেইজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬-৭ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ০৭-০৮ শিক্ষাবর্ষের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ১০-১১ এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ১১-১২ শিক্ষা বর্ষের বলে জানা যায়।
কেন্দ্রীয় কমিটির কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মোহাঃ জাহাঙ্গীর আলম, (সহ-সভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ (যুগা সাধারণ সম্পাদক পদমর্যাদা)।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।