সাময়িক স্থগিত ঘোষণা করে আবারও শাহবাগ অবরোধ করেছে কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৩, ০৯:৫৫ পিএম

সাময়িক স্থগিত ঘোষণা করে আবারও শাহবাগ অবরোধ করেছে কলেজ শিক্ষার্থীরা

আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণার পর আবারও শাহবাগের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা।

পূর্ণ সিলেবাসে আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর দাবিতে আজ সোমবার (৭ আগস্ট) বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

৪ দফা দাবির এই আন্দোলনের অংশ হিসেবে প্রথমে বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ঢাকার সবচেয়ে ব্যস্ততম মোড় গুলোর একটি, শাহবাগের রাস্তা অবরোধ করে মানববন্ধন করে। এরপর শাহবাগ থেকে সাইন্সল্যাব অভিমুখে যাত্রা করে এবং পরে এগিয়ে গিয়ে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে।

নীলক্ষেত মোড় থেকে তারা বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করতে চাইলেও পুলিশের বাঁধার সম্মুখীন হয়। সেদিকে এগিয়ে যেতে ব্যর্থ হয়ে, তারা নীলক্ষেত থেকে সাইন্স ল্যাব অভিমুখে যাত্রা করে এবং দুপুর আড়াইটাই সাইন্স ল্যাব মোড় অবরোধ করে।

এসময় বৃষ্টির মধ্যেই শাহবাগ-সাইন্স ল্যাব-নীলক্ষেতের রাস্তা সমূহে প্রচন্ড যানজট লক্ষ্য করা গেছে।

জনস্বার্থ বিবেচনায় সাইন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেয়  এবং নিউ এলিফ্যান্ট রোড ধরে শাহবাগ অভিমুখে যাত্রা করে। শাহবাগে গিয়ে তাদের আন্দোলন শেষ করার কথা ছিল বলে অন্দোলনকারীদের বরাত দিতে আমাদের প্রতিবেদক জানান।

আন্দোলনকারীরা এসময় দাবী করে, আগামীকাল (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রনালয়ে অনুষ্ঠিতব্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র সংবাদ সম্মেলন থেকে তাদের দাবী মেনে নেওয়ার ঘোষণা আসলে তারা তাদের আন্দোলন বাতিল করবে।

এরপর শাহবাগে এসে বেঁকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার তারা দাবি করতে থাকে, যেহেতু তাদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ তাদের সাথে যোগাযোগ করেনি সুতরাং তারা কোন ভাবেই আশ্বস্ত হতে পারছে না। এছাড়াও অনেকবার শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানায় বার্তা পাঠানোর পরেও কোন ফিরতি উত্তর তারা পায়নি বলে দাবি করে।

“আমরা আশংকা করছি আমাদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়নি। তাই আমরা আবারও রাস্তা অবরোধ করেছি। অনেকেই অনেক দূর থেকে এসে আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। তাই পরীক্ষা না পেছালে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে,” দ্য রিপোর্ট ডট লাইভের একটি সরাসরি ভিডিওতে একজন আন্দোলনরত শিক্ষার্থীকে এই মন্তব্য করতে শোনা যায়।

সব মোড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকবার তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাদের দাবি অনুযায়ী রাস্তায় অবস্থান অব্যাহত রাখে বলে আমাদের কর্তব্যরত প্রতিনিধি জানিয়েছেন।

সর্বশেষ শাহবাগ মোড়ে পুলিশ সদস্যদের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বিকাল পৌনে ৪ টায় মূল রাস্তা ছেড়ে দিয়ে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেয়। তবে তাদের দাবি না মানা হলে, ফের শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেয় তারা।

তাদের ৪ দফা দাবিগুলো হল, ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা বাতিল করতে হবে, ডেঙ্গু মহামারির সময় পরীক্ষা নেওয়া যাবে না অতঃপর এই পরীক্ষা অন্তত ২ মাস পেছাতে হবে, প্রতিটি বিষয়ের পরীক্ষার মানবণ্টন ১০০-এর স্থলে ৫০ করতে হবে, আইসিটি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হবে।

এসময় একজন শিক্ষার্থীকে বলতে শোনা যায়, তিনি পুলিশকে বলেন তাদের দাবী মানার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। তাদের শ্লোগান দিতে শোনা যায়, ১৭ তারিখ পরীক্ষা মানি না মানব না, ১০০ মার্কের পরীক্ষা মানি না মানব না।

প্রাথমিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!