ঢাবির ‌‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা : সহজ প্রশ্ন পেয়ে খুশি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৪:৪৯ পিএম

ঢাবির ‌‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা : সহজ প্রশ্ন পেয়ে খুশি শিক্ষার্থীরা

ছবি: ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষাটি বেলা ১১টায় ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন।

উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বেলা ১১টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো প্রতারকের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যের সর্বোচ্চ সতর্ক ও তৎপর বলে উপাচার্য উল্লেখ করেন।

এদিকে পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন অনেক সহজ হয়েছে।

সাইফ আহমেদ নামের এক পরীক্ষার্থী বলেন, আমি এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে আসতে একটু ঝামেলায় পড়তে হয়েছে কিন্তু পরীক্ষা দিয়ে সকল সমস্যা দূর হয়ে গিয়েছে। পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর পরীক্ষার প্রশ্নের ব্যাপারে বলবো, প্রশ্ন খুবই সহজ হয়েছে। চান্স পেয়ে যাব ইনশাআল্লাহ। 

আরেক ভর্তিচ্ছু ফতিন নূর বলেন, ঠিকমতো প্রস্তুতি না নেওয়ায় আমার নিজের পরীক্ষা খুব একটা ভালো হয়নি। কিন্তু প্রশ্ন খুবই সহজ এসেছে। যারা ভালো প্রস্তুতি নিয়েছে অন্তত লাস্ট একমাস যারা ঠিকমতো পড়েছে তারা সব প্রশ্ন খুবই সহজেই উত্তর করতে পারবে।

১ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। 

ব্যবসায় শিক্ষা ইউনিট বা ‘গ’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৭৯টি। সে হিসেবে প্রতি আসনের জন্য ৩৬ জন শিক্ষার্থী লড়াই চালিয়ে যাবেন। 

উল্লেখ্য, গতকাল কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়। 

আগামী ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

Link copied!