ঢাবিতে সুইমিংপুলে শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০৯:৪২ এএম

ঢাবিতে সুইমিংপুলে শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ছবি: সংগৃহীত

সুইমিংপুলে গোসলে নেমে সোয়াদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তিনি।

সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিংপুলে এ ঘটনা ঘটে। চৈতন্যহীন অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুইমিংপুলে নিহত সোয়াদ দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। থাকতেন হাজী মহসিন হলে। সোয়াদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে সোয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, ‘সোয়াদের লাশ মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানার পুলিশ তার মৃত্যুর ঘটনার তদন্ত করছে।’

নিহত সোয়াদের বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ বন্ধু মোল্লা তৈমুর রহমান বলেন, ‘সোয়াদ আমার জুনিয়র। সুইমিং পুলে গোসলের সময় যখন পাড়ে ভিড় দেখি, তখন আমরা সহপাঠীরাই তার পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিলাম। সেখানকার কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি।’

তিনি আরও বলেন, ‘সোয়াদের ব্যাচমেটদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। ফলে সাঁতার জানা সত্ত্বেও গোসলে সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে।’

Link copied!