নভেম্বর ২১, ২০২৩, ১১:১৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আলহাজ্ব আনোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন ২০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) উপাচার্য দফতরে এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
প্রতিবছর এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের ১০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
এছাড়াও অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন তাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ১০ জন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান করার ঘোষণা দেন।
এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদক্ত বিভাগসমূহের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। আনোয়ার গ্রুপের সাথে ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে আজ যে সম্পৃক্তিতা ও সহযোগিতার সূত্রপাত হলো, তা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, আনোয়ার গ্রুপের ভাইস-চেয়ারম্যান হোসেন মেহমুদ, ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।