২০ বছর পর ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তি

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:০৯ এএম

২০ বছর পর ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রায় ২০ বছর পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু হয়েছে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফুটবলে ৭ জন, ক্রিকেটে ১২ জন, হকিতে ৫ জন সহ বিভিন্ন ইভেন্টে মনোনীত হয়েছেন মোট ৪৯ জন। 

ভর্তির সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোল-কিপার জিকু, মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, ক্রিকেটার তাওহীদ হৃদয়সহ অনেকেই।

গত ১৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রাথমিকভাবে নির্বাচিতদের ভর্তি হওয়ার কথা ২০ সেপ্টেম্বরের মধ্যে।  

ফুটবল থেকে সুযোগ পাচ্ছেন-
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু, মিডফিল্ডার শেখ মোরসালিন, সাফ জয়ী নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা, নিলুফার ইয়াসমিন নিলাসহ মোট ৭ জন।

ক্রিকেট থেকে সুযোগ পাচ্ছেন-
সম্প্রতি বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলে অভিষেক হওয়া তাওহীদ হৃদয়, নাহিদা আক্তার, মিষ্টি রানী সাহা  অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, রিয়া আক্তার শিখাসহ ১২ জন।

হকি থেকে সুযোগ পাচ্ছেন-
আল আমিন মিয়া , আমিরুল ইসলামসহ ৫ জন। 

ভলিবলঅ্যাথলেটিকস থেকে ৪ জন , ব্যাডমিন্টনআর্চারী থেকে ৩ জন । এছাড়াও খো খো থেকে দুজন। 

সকলকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

এর আগে ২০০২-০৩ সেশনে খেলোয়াড় কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অধিকাংশই ছিল অখেলোয়াড়। এর ফলে জন্ম হয়েছিলো নানা বিতর্কের। ফলস্বরূপ পরবর্তী সেশন অর্থাৎ ২০০৩-২০০৪ সেশন থেকে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী মনোনয়ন বন্ধ করে দেওয়া হয়। 

প্রায় ২০ বছর পর পুনরায় চালু হলো খেলোয়াড় কোটা। এখন থেকে এই কোটায় আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন খেলোয়াড়রা।

Link copied!