ঢাবিতে আন্তঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৪, ০২:২৬ পিএম

ঢাবিতে  আন্তঃহল ও  আন্তঃবিভাগ  ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ৮৭টি বিভাগ নিয়ে আন্তঃহল (ছাত্রী) ও আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এ এস এম মাকসুূদ কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ,  প্রক্টর অধ্যাপক ড.মো.মাকসুদুর রহমান প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা আজকের শিক্ষার্থী, আগামী দিনে তোমরা জাতির নেতৃত্ব দেবে। তোমাদের নেতৃত্বেই এ জাতি অগ্রসর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বাংলাদেশ সবসময় প্রত্যাশা করে।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সহশিক্ষা কার্যক্রমকে জোরদার করার চেষ্টা করছি। সহশিক্ষা কার্যক্রম অতীতেও ছিল, আমরা চাই শিক্ষার্থীরা এতে আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করুক। শিক্ষাজীবনে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার অনুশীলন হিসেবে লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থী খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি করা, গান গাওয়ার সাথে যুক্ত থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। খেলাধুলায় জয় পরাজয় সমানভাবে মেনে নিতে হবে। ক্যাপ্টেনকে অনুসরণ করে টিম ওয়ার্কে ভালো করার মাধ্যমে তোমাদের মাঝে স্বতঃস্ফূর্ত নেতৃত্ব গড়ে উঠবে। মূলত এ কারণেই আমাদের এই সহশিক্ষা কার্যক্রম।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবছরই অনুষ্ঠিত হয়, তবে এতে বিশেষভাবে সংযোজন হচ্ছে আন্তঃহল ছাত্রী ক্রিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের লিঙ্গ বৈষম্য না করে সকলের জন্য সমান পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছে, এটি প্রমাণিত।

Link copied!