ঢাবির খেলোয়াড়দের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৩:৪২ পিএম

ঢাবির খেলোয়াড়দের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।  

এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবিরকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- জিয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুজন সেন এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী।  

এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন,  হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। তবে কারা এই হামলার ইন্ধন দিয়েছে বিষয়টি জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ঢাবির খেলোয়াড়রা প্যাভিলিয়নে আশ্রয় নিলে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের নিরাপত্তা দেয়৷ নতুনভাবে খেলা শুরু করতে না পারায় দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ম্যাচ রেফারি৷ পরে পুলিশ ও ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে তাদের ফেরত পাঠানো হয়৷

Link copied!