ঢাবির শামসুন নাহার কুইজ ক্লাবের নেতৃত্বে কেয়া ও এলিন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০২:৫৬ এএম

ঢাবির শামসুন নাহার কুইজ ক্লাবের নেতৃত্বে কেয়া ও এলিন

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল কুইজ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন কামরুন্নাহার কেয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সায়মা হক এলিন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি রিমন আল মাহদী এবং সাধারণ সম্পাদক শোয়াইব রহমান এ কমিটি অনুমোদন করেছেন। একইসঙ্গে অনুমোদনে অনুস্বাক্ষর করেছেন সংগঠনটির মডারেটর ড. মো. রায়হান সরকার এবং ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

কামরুন্নাহার কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, সায়মা হক এলিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।

কমিটির অনান্যরা হলের– সহ-সভাপতি দূর্গা পাল। যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া তাজকিয়া।সাংগঠনিক সম্পাদক মোছা: আইরিন আক্তার, দপ্তর সম্পাদক সাথী বিশ্বাস, প্রচার সম্পাদক সামিয়া মাসুদ মম, অর্থ সম্পাদক উমা রানী পোদ্দার, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক আফ্রিনা জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক কানিজ ফাতেমা সেতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুমতাহিনাহ মুহু, প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিয়া ইকবাল।

কমিটি এবং ক্লাব সম্পর্কে জানতে চাওয়ায় শামসুন নাহার হল কুইজ ক্লাবের নবনির্বাচিত সভাপতি কামরুন্নাহার কেয়া বলেন, “ক্লাবের পূর্ববর্তী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরা যেভাবে স্বতঃস্ফুর্তভাবে এবং সফলতার সাথে কার্যক্রম চালিয়েছেন, তাদের দেখানো পথ অনুসরণ করে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশা-আল্লাহ্।”

একইসঙ্গে এ কমিটিকে পরবর্তী এক মাসের মধ্যে নতুন নেতৃত্বকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!