বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশ্বাস নবনিযুক্ত ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৩, ১১:৫৫ এএম

বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশ্বাস নবনিযুক্ত ঢাবি উপাচার্যের

নবনিযুক্ত নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের কার্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন ,যতদিনই আমি উপাচার্য হিসেবে দায়িত্বে থাকব দলগত প্রয়াসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক নানারকম সমস্যা গুলো নিয়ে কাজ করব।এছাড়াও যেসকল প্রজেক্ট এখনো বাস্তবায়ন হয়নি যেমন: টিচিং এভালিউশন, এ বিষয়গুলোর  বাস্তবায়নের চেষ্টা করব। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ‘ফান্ডেড স্কলারশিপ প্রোগাম’, ‘ফান্ডেড পিএইচডি প্রোগাম’ এর বাস্তবায়নের কথাও বলেন তিনি।

গত ১৫ অক্টোবর রবিবার শিক্ষামন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ৬ বছর উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক আখতারুজ্জামান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ঢাবি শিক্ষক সমিতি ও ঢাবি নীল দল,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রমুখ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Link copied!