বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার নেতৃত্বে রাশা-সামি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ৬, ২০২৪, ১০:০২ এএম

বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার নেতৃত্বে রাশা-সামি

নূজিয়া হাসিন রাশা ও সামি আব্দুল্লাহ্।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্বে নূজিয়া হাসিন রাশা ও সামি আব্দুল্লাহ্। 

মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সামি আব্দুল্লাহ্‍‍`র সঞ্চালনায় এবং আহ্বায়ক জাবির আহমেদ জুবেলের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রিয়াদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ও সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষকতার মহান পেশাধারীরা আজ আওয়ামী ফ্যাসিবাদী শাসনের চাটুকারিতায় নিপতিত হয়েছে। তাই, আজ দেশের জনগণ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে শিক্ষকের কোনো চিন্তা নেই। বরং, দলীয় ও ব্যক্তি স্বার্থ কায়েমই তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সংগ্রামের ঐতিহ্য বহন করছে, তা সংগ্রামের পতাকাবাহী শিক্ষার্থীরাই গড়ে তোলে; বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়। আজও সে সংগ্রামের ঐতিহ্য শিক্ষার্থীরা বহন করে চলছে; আর প্রশাসন রয়ে গেছে পুরাতন ভূমিকায়। বিপ্লবী ধারার ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই নতুন ইতিহাস নির্মিত হবে।’

সমাবেশ শেষে শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে জাবির আহমেদ জুবেলের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে সংগঠনের রাজনৈতিক রিপোর্ট ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয় এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নির্ধারণ করা হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নূজিয়া হাসিন রাশা, সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ্ এবং জাহিদুল ইসলাম রিয়াদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম রিয়াদ 

রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রাকিব হুসাইন, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে আবু মুজাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে জাবির আহমেদ জুবেল, অনির্বাণ মৈত্র এবং তারেক আহমেদকে রাখা হয়েছে।

Link copied!