প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে টিএসসিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৪, ০১:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে টিএসসিতে শিক্ষার্থীরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজকারের নাতি-পুতি সংক্রান্ত মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে (টিএসসি) রাজ ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হন। এ সময় তাদেরকে ‘তুমি নয়, আমি নই, রাজাকার, রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’ প্রভৃতি শ্লোগান দিতে শোনা যায়।

আরও পড়ুন: মধ্যরাতে হঠাৎ উত্তাল শিক্ষার্থীরা, ছাত্রলীগের শোডাউন

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মন্তব্যকে ঘিরে শ্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

গতকাল রোববার কোটা আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ‘অপমানজনক মন্তব্যের’ প্রতিবাদে মধ্যরাতে আকস্মিকভাবে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই সপ্তাহ ধরে কোটা বাতিলের দাবিতে সমগ্র দেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাত ১১টার দিকে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা যার যার হলে যাওয়ার পর ছাত্রলীগ শোডাউন করতে থাকে। এতে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সুজনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ কয়েকজন নেতাকর্মীও যোগ দেন।

রোববার বিকেলে বঙ্গভবনে সাম্প্রতিক চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন তোলেন, “মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা (কোটা) পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা (কোটা) পাবে?”

Link copied!