প্রথমে শাহবাগ, নীলক্ষেত, এখন সাইন্সল্যাব অবরোধ করে উচ্চ মাধ্যমিক পেছানোর দাবিতে বিক্ষোভ করছে কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৩, ০২:৫১ পিএম

প্রথমে শাহবাগ, নীলক্ষেত, এখন সাইন্সল্যাব অবরোধ করে উচ্চ মাধ্যমিক পেছানোর দাবিতে বিক্ষোভ করছে কলেজ শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডট লাইভে প্রচারিত সরাসরি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

পূর্ণ সিলেবাসে আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

৪ দফা দাবির এই আন্দোলনের অংশ হিসেবে প্রথমে বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ঢাকার সবচেয়ে ব্যস্ততম মোড় গুলোর একটি, শাহবাগের রাস্তা অবরোধ করে মানববন্ধন করে। এরপর শাহবাগ থেকে সাইন্সল্যাব অভিমুখে যাত্রা করে এবং পরে এগিয়ে গিয়ে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে।

লাইভ ভিডিও দেখুন... 

নীলক্ষেত মোড় থেকে তারা বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করতে চাইলেও পুলিশের বাঁধার সম্মুখীন হয়। সেদিকে এগিয়ে যেতে ব্যর্থ হয়ে, তারা নীলক্ষেত থেকে সাইন্স ল্যাব অভিমুখে যাত্রা করে এবং দুপুর আড়াইটাই সাইন্স ল্যাব মোড় অবরোধ করে।

তাদের ৪ দফা দাবিগুলো হল, ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা বাতিল করতে হবে, ডেঙ্গু মহামারির সময় পরীক্ষা নেওয়া যাবেনা অতঃপর এই পরীক্ষা অন্তত ২ মাস পেছাতে হবে, প্রতিটি বিষয়ের পরীক্ষার মানবন্টন ১০০-এর স্থলে ৫০ করতে হবে, আইসিটি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হবে।

এসময় একজন শিক্ষার্থীকে বলতে শোনা যায়, তিনি পুলিশকে বলেন তাদের দাবী মানার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। তাদের শ্লোগান দিতে শোনা যায়, ১৭ তারিখ পরীক্ষা মানি না মানব না, ১০০ মার্কের পরীক্ষা মানি না মানব না।

লাইভ ভিডিও দেখুন... 

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকবার তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাদের দাবি অনুযায়ী রাস্তায় অবস্থান অব্যাহত রাখে বলে আমাদের কর্তব্যরত প্রতিনিধি জানিয়েছেন।

প্রাথমিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

এসময় বৃষ্টির মধ্যেই শাহবাগ-সাইন্স ল্যাব-নীলক্ষেতের রাস্তা সমূহে প্রচন্ড যানজট লক্ষ্য করা গেছে।

Link copied!