শিক্ষার্থীদের রাজনৈতিক মন থাকতে হবে: বিপ্লব বড়ুয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৪:৫১ এএম

শিক্ষার্থীদের রাজনৈতিক মন থাকতে হবে: বিপ্লব বড়ুয়া

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘শিক্ষার্থীদের রাজনৈতিক মন থাকতে হবে। পাশাপাশি দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা এদেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধাশীল থাকতে হবে’— এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

শনিবার (৩ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলানায়তনে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থেকে ঢাবিতে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস)— এর আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি। 

বিপ্লব বড়ুয়া বলেন, ‘তোমরা (নবীন) গ্রাম থেকে এসেছো বলে কোন হীনমন্যতায় ভুগবে না। তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ স্বাধীকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এমনকি বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।’

নবীনবরণ

তিনি আরো বলেন, ‘সরকারের বড় প্রতিষ্ঠান হল জনগণ। বর্তমানে শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। আমাদের বিশ্ব নাগরিক ও সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে।‍‍` নবীন ও কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা ও শুভকামনা জানান বিপ্লব বড়ুয়া।

ডুসালসের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের অধ্যাপক ডা.বিশ্বজিৎ ধর, ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম সোহাগ, ইউনিভার্সিটি অব টেকনোলজি ঢাকার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক রাশেদা আক্তার রুপা।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভাষা শেখা, নতুন নতুন স্কিল অর্জন করে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান মুহাম্মদ ইসমাইল।

নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে লোহাগাড়া ও সাতকানিয়া থেকে আগত বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট,ফুল ও উপহার প্রদান করা হয়। 

Link copied!