ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৮:৪৯ পিএম
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইবিএ’র ভর্তি পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবন, সমাজিক বিজ্ঞান অনুষদ ভবন, উদয়ন স্কুল, আইইয়ার ও এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষার ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে।
প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।