মে ৭, ২০২৩, ০১:১৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুদের সাথে দুই বা ততোধিক অভিভাবক না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ভর্তিচ্ছুরা এখন যথেষ্ট ম্যাচিউর, তাদের একা ছেড়ে দিতে হবে। ভর্তিচ্ছুদের এখন নিজের মতো করে কাজ করতে দিয়ে সক্ষম করে তোলা আমাদের জন্য জরুরি। একজন শিক্ষার্থীর পেছনে যেন দুইজন অভিভাবক না আসে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারা মেধা এবং সক্ষমতার স্বাক্ষর ইতিমধ্যে রেখেছে ভালো ফলাফলের মাধ্যমে।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য বাড়তি যানবাহন, অন্যান্য পরিবহন যেগুলো রয়েছে সেগুলো যেন ক্যাম্পাসে প্রবেশ না করে সে বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করব, সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এক্ষেত্রে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য।
৬ মে সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ আটটি বিভাগীয় কেন্দ্রে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। প্রতি আসনের জন্য আজ লড়েছেন ৪২ জন।