আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতকে চলতি বছরের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ওইসব শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে তিনি বলেন,`অনার্স ২য় বর্ষ ও ডিগ্রির কিছু পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে স্বাস্হ্যবিধি মেনে সশরীরে এসব পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বর্ষের ফরম ফিলাপ হয়েছে এমন পরীক্ষাসমূহের রুটিনও দুয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। যত দ্রুত সম্ভব সকল পরীক্ষা শেষ করা হবে।`আগের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় এসব পরীক্ষা নেওয়া হবে বলেও তিনি জানান।
সাত কলেজের স্নাতক ১ম ও ২য় বর্ষে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়ে একই বর্ষে আটকে আছে, তাদেরকে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সেলিম উল্লাহ।
যেসব শিক্ষার্থী প্রথম বর্ষে তিন বিষয়ে ফেল করেছে, তাদেরকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়ার কথা উল্লেখ করে অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার আরও বলেন, ‘তবে দ্বিতীয় বর্ষে নিয়মিত পরীক্ষার পাশাপাশি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সঙ্গে তিন বিষয়ে তাকে পরীক্ষা দিতে হবে। সেখানে পাস করলে তৃতীয় বর্ষের প্রমোশন দেওয়া হবে । তেমনিভাবে ২য় বর্ষের শিক্ষার্থীদেরও প্রমোশন দেওয়া হবে।`
ঢাকা কলেজের অধ্যক্ষ আরও বলেন, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য শিক্ষার্থীদের তালিকা আগামী রবিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।