তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। এই তীব্রতা সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে। আর সহ্য করা যায় না এই তাপমাত্রা। এমনই পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
পানির বোতল, টুপি, ফ্যান এবং ছাতার মতো জিনিসপত্র ব্যাগে নিয়ে বাইরে বের হতে বলেছেন তিনি।
আরও পড়ুন: ঢাকার প্রথম চিফ হিট অফিসার কে? তার কাজ কী
দিন যত যাচ্ছে, গরমের প্রচণ্ডতা বেড়েই চলেছে। এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বুশরা। পাশাপাশি শহরের রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুশরা বলেন, ‘নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা ও পরিত্যক্ত জায়গাগুলো আছে, সেখানে সবুজায়নের দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক ও সবুজে ঘেরা জায়গা দরকার। এতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।’
উল্লেখ্য, ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।