বিকেলেই ঢাকায় ঢুকবে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্রভাগ

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৪, ০২:৩৮ পিএম

বিকেলেই ঢাকায় ঢুকবে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্রভাগ

আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ঢুকবে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্রভাগ। বিকেল তিনটা-চারটার মধ্যেই সেটা ঢুকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের পরিচালক মো. আজিজুর রহমান।

সোমবার (২৭ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার। সেই সঙ্গে থাকবে বৃষ্টিও।

এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এই আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্রভাগ বিকেল তিনটা-চারটার মধ্যে ঢাকার দিকে আসবে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।

এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে গতকাল রোববার রাত থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। যা এখনও অব্যাহত আছে। কখনও মুষলধারে, কখনও ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে।

Link copied!