তিনদিনে মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ০৩:৪২ পিএম

তিনদিনে মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আগামী তিনদিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২ আগস্ট) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এদিন সকাল ছয়টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে লক্ষ্মীপুরের রামগতিতে ২৭২, পটুয়াখালীতে ২১৬, মোংলায় ১৮২, ভোলায় ১৪৭, চট্টগ্রামের সন্দ্বীপে ১৩৭, ফেনীতে ১৩৪, চাঁদপুরে ১১৩ মিলিমিটারসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকায় রেকর্ড করা হয় ৫৫ মিলিমিটার বৃষ্টি।

এই অবস্থায় শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

পরদিন শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী রোববার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Link copied!