জ্যৈষ্ঠের শেষে ঢাকায় বজ্রসহ শান্তির বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৪, ১২:৩০ পিএম

জ্যৈষ্ঠের শেষে ঢাকায় বজ্রসহ শান্তির বৃষ্টি

প্রতীকী ছবি

জ্যৈষ্ঠের শেষে আজ বিকেলে নেমেছে শান্তির বৃষ্টি। এই বৃষ্টি জানান দিচ্ছে, আষাঢ় মাস সমাগত। দেশে প্রায় এক মাস যাবৎ সারাদিন আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হয়। এরপর বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি হওয়ায় রাজধানীবাসীর জীবনে এসেছে স্বস্তি।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এখন মাঝেমধ্যেই বৃষ্টি হবে।”

আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এর আগে সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। এতে বলা হয়, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পূর্বাভাস দেওয়া হয়, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যত্র তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!