তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, কাঁপছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ১০:২২ এএম

তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, কাঁপছে পঞ্চগড়

সংগৃহীত ছবি

সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে অব্যাহত শীতের দাপট। রংপুর বিভাগের ৮ জেলা ও নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়; পারদ নেমেছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

গত ৫ দিন ধরেই পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। শুক্রবার সকালে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে ২৩ জানুয়ারি দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগসহ সারাদেশের ১২টি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমন অবস্থা থাকবে আরও অন্তত ২ দিন। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

শীতের তীব্রতা বাড়ায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষরা। শীতের তীব্রতায় অনেকেই ঘরবন্দি জীবন অতিবাহিত করছেন।

Link copied!