ঈদ উল আজহা

ঈদের সারাদিনই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০৬:৩৪ এএম

ঈদের সারাদিনই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা

ফাইল ছবি

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা পালিত হবে আগামী ২৯ জুন। ইসলাম ধর্মের অনুসারীদের দীর্ঘ প্রতীক্ষার এই দিনটিতে রাজধানীতে সারাদিনই বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২৬ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আশপাশের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে জানা যায়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। এদিন ঢাকার আকাশ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে।

তিনি আরও বলেন, ঈদের দিন দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে কিছুটা কম থাকবে বৃষ্টি।

ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।

Link copied!