এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০২:৩৭ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) মানিকগঞ্জের সদর উপজেলায় ১ হাজার ৫৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজার বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের টিকা দিয়ে এই কার্যক্রমের শুরু হয়।

শনিবার সকাল ৯টায় মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ (১৩ নভেম্বর) সকাল থেকে সরকারি দেবেন্দ্র কলেজের ১ হাজার ৫৪২ জন এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি টিম কাজ করছে। এছাড়া জরুরি প্রয়োজনে অ‌্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি জানান।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরও বলেন, ‘আগামীকাল(১৪ নভেম্বর) মানিকগঞ্জের সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সদর উপজেলায় ৫ হাজার ৩৯ জন পরীক্ষার্থী এ টিকা পাবে।’ পর্যায়ক্রমে জেলার প্রতিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, এর গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টিকা দেওয়া হয়। এরপর ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

Link copied!