করোনার প্রকোপ আবারও বাড়তে পারে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৩:২৩ পিএম

করোনার প্রকোপ আবারও বাড়তে পারে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এর প্রকোপ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রতিবেশি ভারতে করোনার প্রকোপ বাড়ায় দেশের সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শও দেন স্বাস্থ্যমন্ত্রী।

রবিবার রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

আমাদের দেশে এখন করোনায় মৃত্যু শূন্যের কোঠায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ এটি আমাদের ধরে রাখতে হবে। তাই, সবাইকে সচেতন ও সাবধান হতে হবে।’

জাহিদ মালেক বলেন, “করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে কোনো ধরনের খাদ্যসংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। আমরাও সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে পেরেছি।”

প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে আবারও করোনার প্রকোপ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, “বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সংক্রমণ ফের বাড়ার সম্ভাবনা আছে। কারণ ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাদের নজরে রাখতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৩ কোটি মানুষ এখন টিকার আওতায়, যা বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারেনি। এখনো যারা টিকা নেয়নি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।

দেশ এগিয়ে যেতে হলে মানুষকে সুস্থ থাকতে হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, “ এ জন্য পুষ্টি অপরিহার্য। আমাদের দেশে পুষ্টি সেবার অনেক উন্নতি হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার। সেখানে চিকিৎসার পাশাপাশি পুষ্টি নিয়ে সচেতন করা হয়।” এসময় অতিরিক্ত তেল ও লবণ খাওয়া থেকে বিরত থেকে শাক-সবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ  দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক এহতেশামুল হক চৌধুরী ববক্তব্য রাখেন।

Link copied!