এপ্রিল ৭, ২০২২, ০৪:৩৮ পিএম
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থাপনার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পাশের দেশ ভারতে করোনায় ৫ লাখ লোক মারা গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে মাত্র ২৯ হাজার লোক মারা গেছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। করোনা ভ্যাকসিন দেওয়ায় আমরা বিশ্বের ৮ নম্বর অবস্থানে রয়েছি। সব মিলিয়ে করোনা ব্যবস্থাপনায় আমরা বিশ্বে রোল মডেল।”
পৃথিবীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে মানুষসহ সব প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে-মন্তব্য করে জাহিদ মালেক আরও বলেন, “আমরা পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে চাই। পৃথিবীর উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। মাটি, পানি, বাতাস নষ্ট হচ্ছে। আমাদের দায়িত্ব এগুলো নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করা। এগুলো নষ্ট করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর পানি কালো হয়ে গেছে। পানি দেখে মনে হয় তাতে পিচঢালা হয়েছে। ঢাকা শহরে কিছুদিন যাবত ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। কলেরা দেখা দিয়েছে। এটা পানি দূষণের কারণে হয়েছে, খাবার থেকেও হতে পারে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম।