ডিসেম্বর ১, ২০২১, ১১:১১ পিএম
সকাল হলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অথচ কর্তৃপক্ষের ভুলে রংপুর নগরীর সাহেবগজ্ঞ বিয়াম কলেজের দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী প্রবেশ পত্র না পাওয়ায় তাদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় তারা পরীক্ষার সুযোগ দিতে ও প্রবেশপত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
রংপুর নগরীর হারাগাছ থানার ওসি শওকত আলী বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানাসূত্র জানায়, সাহেবগজ্ঞ বিয়াম কলেজের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। দেড় শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকে তিন হাজার একশ টাকা করে পরীক্ষার ফিসহ যাবতীয় ফি বাবদ টাকা দিয়েছে।
বেশ কয়েকদিন ধরে কলেজের অধ্যক্ষ আইনুল হক পরীক্ষা দেবার জন্য এডমিট প্রদানের কথা বলে আসছিলেন। বুধবার দিনভর তাদের কলেজে বসিয়ে রেখে রাত ৭ টার দিকে তিনি জানান কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কারোরই এডমিট আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে সে কারণে তাদের কাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেয়া সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ পেছন দিক দিয়ে পালিয়ে যায়। রাত ১১ টায় এ রিপোর্ট রেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
হারাগাছ থানার ওসি শওকত আলী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ বিষয়টি খুবই মর্মান্তিক। সকাল হলেই তাদের পরীক্ষা। আর এখন তারা রাতের বেলায় বিক্ষোভ করছে। তাদেরতো পড়ার টেবিলে থাকার কথা। অধ্যক্ষের ভুলে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি অনিশ্চিত হয়ে পেড়েছে।”
ওসি আরও জানান, তিনি শিক্ষার্থীদের অবরোধ তুলে নেবার আহবান জানালেও শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে বলেও তিনি জানান।