জানুয়ারিতে সাড়ে সাত কোটি লোকের টিকাদান সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৯:১৪ পিএম

জানুয়ারিতে সাড়ে সাত কোটি লোকের টিকাদান সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে দুই ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ জেলা শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া প্রধান বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ পর্যন্ত নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ দেওয়া হবে। সব মিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে জাহিদ মালেক বলেন, “দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দিতে হবে। এরমধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে আছেন। বাকি ১২ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে।”

দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।”

তিনি আরও বলেন, “এতে মানুষের জীবনে গতি এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দেশে ও বিদেশে যাওয়া-আসা শুরু হয়েছে।এখন আর মানুষ মানুষকে ভয় পায় না। তবে করোনা এখনও শেষ হয়ে যায়নি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী।

Link copied!