ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ডিএসসিসি’র বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৩, ০১:০৭ পিএম

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ডিএসসিসি’র বিশেষ অভিযান শুরু

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ২৫টি ওয়ার্ডে তিনদিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)।

মঙ্গলবার (৪ জুলাই) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই বিশেষ অভিযানের উদ্বোধন করেন।

এদিন  বেশ কিছু বাড়ি ও স্থাপনার ভেতরে ও সীমানার অভ্যন্তরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে প্রতিটি বাড়ি ও স্থাপনার মালিকদের সতর্ক করে ডিএসসিসির অভিযান পরিচালনাকারী দল।

এ সময় ২৪৩ টিপু সুলতান রোডের একটি নির্মাণাধীন ভবনে এডিশ মশার লার্ভা পাওয়ায় ভবনটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব এলাকায় দুপুর ১টা পর্যন্ত লার্ভা সাইডিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

কর্মসূচি উদ্বোধন করে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে এসে ভর্তি হয়েছেন সেখান থেকে রোগীদের বাসার ঠিকানা নিয়ে পরবর্তীতে আমরা গিয়ে দেখি কোথাও এডিস মশার উৎস আছে কি না। যদি থাকে তাহলে আমরা রোগীসহ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে আসি। মশা কোনো বর্ডার মানে না, তাই এই ক্ষেত্রে আমাদেরই সচেতন হতে হবে।”

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চার ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

Link copied!