জুলাই ৭, ২০২১, ০৮:০৬ এএম
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশব্যাপী আক্রান্ত রোগীদের চিকিৎসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে গত সোমবার (০৫ জুলাই) প্রায় অর্ধশত প্রজ্ঞাপনের মাধ্যমে যেসব চিকিৎসককে বদলির আদেশ দিয়েছিল, তাদের মধ্যে যাদের পদায়নে ত্রুটি রয়েছে সেসব ত্রুটিপূর্ণ বদলির আদেশ স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ।
মঙ্গলবার (০৬ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা’র স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৪ ও ৫ জুলাই বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারি অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে উক্ত সংযুক্তি আদেশসমূহে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা হয়ে থাকতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবার বিভাগের ওই নির্দেশনায় আরও বলা হয়, এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথাগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। সেজন্য বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী বৃহস্পতিবারের (৮ জুলাই) মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা সেবা বিভাগে প্রেরণের জন্য করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।
উল্লেখ্য, গত ৪ ও ৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওইসব প্রজ্ঞাপনে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে দেশের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে পদায়ন করে বুধবারের (০৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল। মঙ্গলবার এসব আদেশ স্থগিত করল স্বাস্থ্য সেবা বিভাগ।
স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটটে দেওয়া প্রজ্ঞাপনগুলোতে ওইসময় বলা হয়, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আদেশে আরও বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদায়ন করা চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।’
করোনা ইউনিটে বদলি করা এসব চিকিৎসককে ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকরা কর্মস্থলে যোগদানের নির্দেশও দেয়া হয় ওইসব প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই সঙ্গে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট যোগদানপত্র দাখিল করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানদের ওইসব যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে।’ তবে নতুন বদলি হওয়া চিকিৎসকদের তাদের বেতন-ভাতা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে উত্তোলন করতে হবে বলেও ওইসব প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছিল।