বাংলাদেশকে টিকা উপহার দিলো ইউরোপের তিন দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২১, ০৯:০৯ পিএম

বাংলাদেশকে টিকা উপহার দিলো ইউরোপের তিন দেশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে যৌথভাবে ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে ইউরোপের তিন দেশ সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এই টিকাগুলো পেয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়।

এসময় বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন উপস্থিত ছিলেন।

টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত লিন্ডা বলেন, “কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” সুইডেন আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত বলেন,“মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নরওয়ে মহামারি মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে।”

সবাই মিলে মহামারি মোকাবিলা করার আহবান জানিয়ে অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, “কাউকে বাদ দিয়ে মহামারি মোকাবিলা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।”

বাংলাদেশকে টিকা উপহার দেওয়ায় স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানান।মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে বলেও স্বাস্থ্য সচিব আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!