জানুয়ারি ৩, ২০২২, ০৫:৪২ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার (৩ জানুয়ারি) বলেছেন, এসএমএস না পেলেও যেকোনো বয়সের রোগীরা করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।
সেক্ষেত্রে, বুস্টার ডোজ নেওয়ার আগে ওই রোগীকে তার অসুস্থতা বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যগত নথি দেখাতে হবে।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই সব টিকাকেন্দ্রকে নির্দেশনা দিয়েছি। গুরুতর স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিরা আগে ২ ডোজ টিকা নিয়ে থাকলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।”
তিনি জানান, বুস্টার ডোজের জন্য বয়স সীমা ৬০ বছর থেকে কমানোর কথা ভাবছেন তারা।
ভবিষ্যতে টিকা গ্রহীতাদের সুবিধাজনক যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।