ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার, ০৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪২০ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩৭ জন, যাদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৬২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৮৪ জন, যার মধ্যে ২০ হাজার ৯৬৩ জন পুরুষ ও ১৪ হাজার ২১ জন নারী।