সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত রোগটিতে চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫৫ জনে। আর মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে দুজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে একজন ভর্তি ছিলেন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে সাতজন, বরিশাল বিভাগে ১৩১ জন এবং সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাত জন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫১ রোগী।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৮ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।