সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের প্রাণ গেল। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ১৯২ জনে।
বুধবার, ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৯৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে আট জন, বরিশাল বিভাগে ১৩১ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯৬৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৬ জন ভর্তি আছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।