একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৪, ০১:৫২ পিএম

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।  এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২১জন ।

বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। 
আরও পড়ুনঃ একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩১২ জন, খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে চার হাজার ৯৫ জন চিকিৎসা নিচ্ছিলেন।

Link copied!